রাব্বি সরকার, নরসিংদী থেকে : নরসিংদীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাধবদী থানাধীন চানগাও এলাকা ও নরসিংদী মডেল থানাধীন ভৈরব বাসষ্ট্যান্ড এলাকায় এ অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো, সূর্য্যবান (৪৫) ও ইলিয়াস (২২)। সূর্য্যবান মাধবদী থানাধীন চানগাও এলাকার আঃ করিম ওরফে করিম পাগলার স্ত্রী ও ইলিয়াস চিনিশপুরের কাইয়ুমের ছেলে।
জেলা পুলিশের মিডিয়ার সমন্বয়ক ও পরিদর্শক রূপণ কুমার সরকার পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১ জুন) রাত ৯টা ৪১ মিনিটের দিকে এসআই তাপস কান্তি রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মাধবদী থানাধীন চানগাও এলাকায় অভিযান চালিয়ে সূর্য্যবান (৪৫) কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১৫ হাজার টাকা।
এদিকে এসআই মোস্তাক আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নরসিংদী মডেল থানাধীন ভৈরব বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটের দিকে ইলিয়াস (২২) কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার কৃত মাদকদ্রব্যের মূল্য ৩০ হাজার টাকা।
তিনি আরো জানান, আসামীরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে এলাকার যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। গ্রেফতারকৃত আসামীদের প্রত্যেকের বিরুদ্ধে ইতোপূর্বে মাদক মামলা আছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
Leave a Reply