বাবুল: (নরসিংদী)
নরসিংদীর মাধবদী ভগীরথপুর দারুল উলুম আল হাসান ওয়াল হুসাইন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় আজ সকাল ৮টায় এ ধর্ষনের ঘটনা ঘটে। শিশু সিনহা(৬) এর পিতা আশিকুল জানায় সকাল দিকে ৮টায় আমার মেয়ে আমার জন্য খাবার নিয়ে আসে।
আমাকে খাবার দিয়ে বাসার উদ্দেশ্যে চলে যায়, পনে এক ঘন্টা পর আমার মেয়ে যখন আমার কাছে আসে তখন আমি দেখি তার শরীর রক্তে ভেজা, আমি তাকে জিজ্ঞাসা করলে সে আমাকে ভয়ে
কিছু বলতে পারছিলনা, তারকিছু ক্ষন পর সে জানায় আমাকে একজন টুপি ওয়ালা লোক মাদ্রাসার ভিতরে নিয়ে আমাকে এ অবস্থা করছে। তখন আমি ডাকচিৎকার করলে আশপাশের লোকজন এসে মাদ্রাসার মালিককে সংবাদ দেয় । মালিক এসে এ ঘটনার সুষ্ঠ বিচারের আশ্বাস দেন। সংবাদ পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য ভগীরথপুর দারুল উলুম আল হাসান ওয়াল হুসাইন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার অস্থায়ী কেয়ারটেকার ভগীরথপুর গ্রামের শাহিনের ছেলে ইয়াসিন(১৬), এম.এম.কে ডাইংয়ের ইমাম নুরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর(২১) এবং ভগীরথপুর দারুল উলুম আল হাসান ওয়াল হুসাইন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার ছাত্র হাফেজ ইমাম উদ্দিন(১৬) কে আটক করে।
মাধবদী থানার (তদন্ত ইন্সপেক্টর অপারেশন) তানভীর আহমেদ জানায় রাস্তার পাশের সি.সি. টিভি ফুটেজ
থেকে দেখা যায় ইয়াসিন শিশুটিকে ঘটনাস্থলের দিকে নিয়ে যাচ্ছে।
Leave a Reply