আবিদ হোসেন রাজু
মনপুরা উপজেলা প্রতিনিধি
মহামারি করোনা ভাইরাসে চারদিকে যখন নিরবতা বিস্তার করছে। তখনি হইতো জেগে উঠেছে প্রকৃতি,পরিবেশ ও পরিবেশের প্রাণী গুলো।
কক্সবাজারের পর এবার ভোলার মনপুরা মেঘনা নদীর তীরেও দেখা গেলো ডলফিন।
পরিবেশের বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের ফলে এসব প্রানী এখন দেখায় যায়না সচারাচর।
পরিবেশ থেকে বিলুপ্ত প্রায় এই প্রানী গুলো করোনাতে মানুষের নিরবতার সময়ে নিজদের মেলে ধরতে ভেসে বেড়াচ্ছে নদীর তীরে ও সাগরে।
মনপুরা উত্তর মাথায় তুলাতলী নদীর পড়ে কয়েকজন যুবকের সামনে হঠাৎ নদীর পাড়ে উঠে আসে ডলফিনটি। যুবকরা দেখে অবাক হয় এবং ছবি তুলতে থাকে।
পরে এলাকার সচেতন ব্যক্তিদের সমন্বয়ে ডলফিনটিকে নদীতে ছেড়ে দেওয়া হয়।
করোনা সময়ে পরিবেশ হইতো তার পূর্ণতা পেতে চলেছে।
তাইতো এমন দ্বীপেও দেখা মিলেছে ডলফিনের।
Leave a Reply