মাহতাব উদ্দিন চৌধুরী চট্টগ্রাম থেকে ঃ ইউএসটিসি মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এহসান (৪২) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বুধবার (০৩ জুন) দুপুর একটায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম বলেন, তার শরীরে করোনার উপস্থিতি পাওয়ার পর চমেক হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। পরে আজ সকালে অবস্থার অবনতি হলে আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানে তার মৃত্যু হয়।
এদিকে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে চট্টগ্রামের চিকিৎসকদের মধ্যে।
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী বলেন, মানুষের চিকিৎসাসেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হন ওই চিকিৎসক। অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।
Leave a Reply