ফেনী প্রতিনিধি:-
করোনাকে জয় করেছেন। সুস্থ হয়েছেন পুরোপুরি। সুস্থতার সাথেই যোগ দিয়েছেন কর্মস্থলে। শুরু করেছেন মানব সেবা। আশাজাগানিয়া এ গল্পটি সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক ডা. কামরুল হাসান ও ডা. জয়নব আক্তারেরর। আজ বুধবার তারা কাজে যোগ দেয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত ১৭ মে ডা. কামরুল হাসান ও ২৩ মে ডা. জয়নব আক্তারের শরীরে করোনা সনাক্ত হয়। রোগী থেকেই সংক্রমনের এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা। এরপর তারা নিজ বাসায় হোম আইসোলেশনে চিকিৎসা নেন। গত ১ জুন পরীক্ষায় তাদের নেগেটিভ রেজাল্ট আসে। সর্বশেষ পুরোপুরি সুস্থ হয়ে তারা বুধবার পুনরায় কাজে যোগ দেন।
এসময় আবাসিক মেডিকেল অফিসার ডা. আরমান বিন আব্দুল্লাহ, মেডিকেল অফিসার ডা. জিনাত যুথী সহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাস ফেনীর সময় কে জানান, নিয়ম মেনে চললে এবং মানষের সহযোগিতা ও ভালবাসা পেলে এ রোগ থেকে সুস্থ হওয়া কঠিন কিছু নয়। আমাদের সকলেরই স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। তাহলে আমরা করোনাকে জয় করতে পারবো।
Leave a Reply