আবিদ হোসেন রাজু
মনপুরা উপজেলা প্রতিনিধি
আজ 5 ই জুন বিশ্ব পরিবেশ দিবস ।
নানা প্রাকৃতিক বিপর্যয়ে পরিবেশ তার ভারসাম্য হারিয়েছে। পরিবেশ থেকে হারিয়ে গেছে কত প্রাণী কত পাখি।
বিলুপ্ত হয়েছে কত প্রজাতি। ধ্বংস হয়ে যাচ্ছে দিন দিন সবুজের সমারোহ।
পরিবেশে সবুজের সজীবতা ফিরিয়ে দিতে মনপুরার কিশোর-কিশোরীদের এমন উদ্যোগ।
5 ই জুন শুক্রবার সকালে মনপুরা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ও ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে বৃক্ষরোপণ করে কিশোর-কিশোরীরা।
মনপুরা তরুণ সংগঠক আবিদ হোসেন রাজুর সমন্বয়ে বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিল
শাকিল, আকলিমা আখি, আরও অনেকেই।
জানা গেছে এসব কিশোর-কিশোরীরা মনপুরা কোস্ট ট্রাস্ট IECM প্রকল্পের কিশোর কিশোরী ক্লাব এর পিয়ার লিডার ও সদস্য। এরকম প্রত্যেকটা সামাজিক কাজে অংশগ্রহণ করে তারা। সমাজকে সচেতন করার লক্ষ্যে কাজ করছে এই ক্লাবগুলো।
তাইতো বিশ্ব পরিবেশ দিবসে করোনা ভাইরাসকে উপেক্ষা করে পরিবেশের সৌন্দর্যে কাজ করছে এই কিশোর-কিশোরীরা।
এসময় তারা বলে পরিবেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের আমরা আমাদের দায়িত্ব সচল আছি। অন্যদেরও পরিবেশের যত্ন নেওয়ার আহ্বান জানান তারা।
Leave a Reply