ক্বাফ, মহিমান্বিত কুরআনের শপথ, বরং তাদের মধ্যে একজন সতর্ককারী এসেছেন বলে তারা বিস্ময়বোধ করে এবং কাফেররা বলে,এ তো এক
আশ্চর্য ব্যাপার।আমরা মরে মাটি হয়ে গেলেও কি আবার পুনরুত্থিত হব?
এই প্রত্যাবর্তন তো সূদুর পরাহত। আমি তো জানি মাটি তাদেরকে কতটুকু গ্রাস করে এবং আমার কাছে আছে সংরক্ষিত কিতাব। বরং তাদের কাছে সত্য আসার পর তারা তা প্রত্যাখ্যান করেছে। ফলে তারা নানান সংশয়ে দোদুল্যমান।
আমিই মানুষকে সৃষ্টি করেছি। আর তার প্রবৃত্তি তাকে যে প্ররোচনা দেয় তা আমি জানি। আমি
তার ঘাড়ে অবস্থিত ধমনীর চেয়েও অধিক
নিকটতর। স্মরণ রেখ, (হিসাব গ্রহণকারী)
দুই ফেরেশতা তার ডানে ও বামে বসে তার কর্ম লিখে। মানুষ যে কথাই উচ্চারণ তা ধারণ করার
জন্য তৎপর প্রহরী তাদেরই কাছে নিযুক্ত রয়েছে।
সূরা ক্বাফ- ৫০ (১-৫, ১৬- ১৮)
Leave a Reply