সৈয়দ মনির, ফেনী :
চট্রগ্রামের পাহাড়তলিতে স্ত্রী হত্যায় অভিযুক্ত স্বামী আবুল হোসেন লিটন (৩৮) কে আটক করেছে র্যাব-৭, ফেনী ক্যাম্প। সে চর মজলিশপুর ইউনিয়নের রাগবপুর গ্রামের হাফেজ আহমেদের ছেলে।
ফেনী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোঃ নুরুজ্জামান জানায়, ছয় বছর আগে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী কে হত্যা করে লিটন। এ ঘটনায় চট্টগ্রাম আদালতে একটি মামলা বিচারাধীন। কিন্তু প্রধান আসামি পাষন্ড স্বামী আবুল হোসেন লিটন দীর্ঘদিন পলাতক ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে জেলার সোনাগাজী উপজেলার রাগবপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাকে সোনাগাজী থানার মাধ্যমে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়।
জানা যায়, ২০১৪ সালে খুলনার এক তরুনীকে বিয়ে করে চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। পারিবারিক কলহের জেরে কিছুদিন পর স্ত্রীকে খুন করে গ্রামে অবস্থান করে লিটন।
Leave a Reply