আবিদ হোসেন রাজু
মনপুরা উপজেলা প্রতিনিধি।
অপরূপ সৌন্দর্যে ঘেরা ভোলার মনপুরা দ্বীপ। সবুজের সমারোহ গেরা এই দ্বীপের চারদিকে মেঘনা নদী অবস্থিত। চারদিক থেকেই মেঘনার ভাঙ্গন গিলে খাচ্ছে মনপুরাকে।
তবুও যেন থেমে নেই মনপুরা সৌন্দর্যের আকর্ষণে অন্য এলাকার লোকদের আকর্ষণ করে এই দ্বীপে ঘুরে বেড়ানো।
বর্তমানে মহামারী করোনাভাইরাসে চারদিক যখন থমথমে অবস্থা তার পরেও থেমে নেই মনপুরার সৌন্দর্যকে উপভোগ করা পর্যটকদের আনাগোনা।
মনপুরার মেঘনা নদীর দৃশ্য, সবুজের সমারোহ দেখতে পর্যটকরা আসছে।
কিছু কিছু পর্যটকরা জানাই হরিণের দেখা, নদীর দৃশ্য ও সবুজের সমারোহ তাদের মনকে আকর্ষণ করে।
তবে করোনার এই সময় পর্যটকদের সুন্দর এই মনপুরায় না আসার আহ্বান স্থানীয়দের।
Leave a Reply