মো: আব্দুর রহিম বাবলু :-
কুমিল্লা নাঙ্গলকোটে এনজিও কর্মীরা বেপরোয়া হয়ে উঠেছে। অসহায় দুস্ত পরিবারের কাছে। কিস্তি আদায় এবং গ্রহকদের ফোন দিয়ে কিস্তি জন্য চাপদেওয়ায়। হয়রানী ভূক্তভোগি গ্রাহক দের অভিযোগ উঠেছে।
গতকাল সকাল ১০ ঘটিকার সময় নাঙ্গলকোট উপজেলা কার্যালয় নির্বাহী অফিসার লামইয়া সাইফুলের নিদের্শে এনজিও কর্মকর্তাকে নিয়ে এক জুরুরী সভার আয়োজন করা হয়। এবং সভায় নির্বাহী অফিসার বলেন করোনার এই মহামারী পরিস্থিতিতে কোনো গ্রাহকে কিস্তির টাকার জন্য কোনো প্রকার চাপ দেওয়া যাবেনা এবং ফোন দিয়ে কিস্তির টাকার জন্য হয়রানি করা যাবে না। করোনার এই মহামারী পরিস্থিতিতে সরকার গোসিত ৩০ জুন পর্যন্ত। যে সকল গ্রাহকের কিস্তির টাকা দেওয়ার সামর্থ আছে তারা প্রতিটি এনজিওর কিস্তির টাকা জমা দিবে। আর যারা পারবেনা তাদের কোনো প্রকার চাপ দেওয়া যাবেনা।
এ ছাড়া ও নির্বাহী অফিসার সাবরিন চৌধুরী এনজিও কর্মকর্তাদের নির্দেশ প্রধান করে বলেন কোনো এনজিও কর্মকর্তা যদি এ নির্দেশ মোতাবেক কাজ না করে তা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply