মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে লকডাউন বাস্তবায়নে মতবিনিময় সভা
মঙ্গলবার ভোর ছয়টা থেকে নোয়াখালী জেলা শহর মাইজদী ও সদর উপজেলায় লকডাউন কঠিন ভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ সোমবার দুপুরে নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামসুদ্দিন জেহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সরদার, নোয়াখালী বিএমএর সাধারণ সম্পাদক ডাক্তার মাহবুবুর রহমান। প্রধান অতিথি এমপি, চেয়ারম্যান, সচিব ও বিভিন্ন বাজার কমিটির সদস্যদের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে কঠোর ভাবে কাজ করার আহবান জানান।
উল্লেখ্য, এর আগে জেলা প্রশাসক তন্ময় দাসের সভাপতিত্বে রবিবার বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ ও সদর উপজেলা পুরোপুরি ভাবে লকডাউনের ঘোষণা দেন এবং মঙ্গলবার ভোর ছয়টা থেকে বাস্তবায়নের জন্য আহবান জানান।
Leave a Reply