ইমাম উদ্দীন সুমন: নোয়াখালী: নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় এক উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) সহ পুলিশের ৩ সদস্যের করোনা শনাক্ত হয়েছে ।
সোমবার (৮ জুন) দুপুরে ২টার দিকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আক্রান্ত পুলিশ সদস্যদের নিজ নিজ বাসায় হোম আইসোলোশনে রাখা রয়েছে। হাতিয়া উপজেলা থেকে এ পর্যন্ত ২শ ৪২ জনের নমুনা পাঠানো হয়েছে। তার মধ্যে ১শ ৭০ জনের রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে পজেটিভ ৬জন, যার মধ্যে ৫ জনকে সম্প্রতি করোনা মুক্ত ঘোষণা করা হয়। নতুন করে সোমবার ১৫ জনের নমুনার রিপোর্ট পাওয়া গেছে। তাদের মধ্যে ৩জনের রিপোর্ট এসেছে পজেটিভ।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আক্রান্ত ৩ পুলিশ সদস্যের মধ্যে ২জন তমরদ্দি ফাঁড়ি থানা ও ১জন হাতিয়া থানায় কর্মরত আছেন। আক্রান্ত পুলিশ সদস্যদেরকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। তারা সবাই মোটামুটি ভালো আছে।
Leave a Reply