ফেনী প্রতিনিধিঃ-
পরশুরামে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে এক হিন্দু যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তার নাম মোহাম্মদ আবদুল্লাহ হৃদয়। পূর্ব নাম ছিল হৃদয় চন্দ্র দেব।
সে উপজেলার বাউরখুমা গ্রামের নেপাল চন্দ্র দেব ও তুনসী রাণী দেবের ছেলে।
রবিবার ফেনীর নোটারি পাবলিক কার্যালয়ে এভিডেভিটের মাধ্যমে তার নাম পরিবর্তন করে। এফিডেভিট নং ৩৪১,০৭.০৬.২০২০ইং।
সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে পরশুরাম কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি হুমায়ন কবির নোমানীর হাতে কালেমা পড়ে মুসলমান হন হৃদয়। এসময় মসজিদে মুসল্লীরা উপস্থিত ছিলেন।
এফিডেভিটে উল্লেখ করা হয়,বিভিন্ন ধর্মীয় গ্রন্থ, ইসলামী বই ও তুলনামূলক ধর্মগ্রন্থ পাঠ করে ও বন্ধুদের সাথে বিভিন্ন ওয়াজ মাহফিলে বয়ান শুনে ইসলামের সুমহান আদর্শে আকৃষ্ট হয় হৃদয়। এরপরই সে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেয়। হৃদয় সকলের সহযোগিতা চেয়েছে।
Leave a Reply