মোসারফ হোসেন নীলুঃ
নরসিংদী জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুই নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজন হলেন, নরসিংদী পৌর শহরের বানিয়াছল এলাকার সন্ধ্যা রানী দাস, পশ্চিমকান্দা পাড়ার নাজমুল হোসেন (৫৬) ও কাজল রানী সাহা (৫৭), গাবতলী এলাকার নাজমুল কবীর (৫৫), সঙ্গীতা এলাকার আবুল কাশেম (৬০) ও মাধবদীর আজিজুন বেগম (৫৫)। এছাড়া, বেলাব উপজেলায় মোঃ ফজলু মিয়া (৬০) এক পেঁয়াজ ব্যবসায়ী করোনায় মৃত্যু বরণ করেছেন।
এদিকে নরসিংদীতে নতুন করে আরও ৩৬ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে নরসিংদী জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৮৩৯ জনে। সোমবার রাতে নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
এরমধ্যে নরসিংদী সদর উপজেলায় ৫৮৪ জন, রায়পুরাতে ৬১ জন, শিবপুরে ৬০ জন, বেলাবোতে ৫০ জন, পলাশে ৫৮ জন ও মনোহরদীতে ২৬ জন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে এখন পর্যন্ড জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১৩ জন, এরমধ্যে নরসিংদী সদরে ০৯ জন, পলাশে ০১ জন, বেলাব উপজেলায় ০২ জন ও রায়পুরায় ০১ জন।
Leave a Reply