মোহাম্মদ আলাউদ্দিন, ভ্রাম্যমান প্রতিনিধি: বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে কুমিল্লার নাঙ্গলকোটের এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবকের নাম মো. শামছুল হক (৩২)। সে নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউপির ৫নং ওয়ার্ডের ফোশাই গ্রামের আবুল কালামের বড় ছেলে।
মৃত যুবকের পরিবার সূত্রে জানা যায়, শামসুল হক (৩২) চট্টগ্রাম চকবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জুন বৃহস্পতিবার রাত ৩টার সময় পরলোকগমন করেন। চট্টগ্রামে তার নিজের টেলিকম ব্যবসা ছিলো।
বৃহস্পতিবার সকালে ওই মৃত যুবকের মরদেহ গ্রামের বাড়িতে আনা হলে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আব্দুল হান্নান নমুনা সংগ্রহ করেন। কিন্তু ওই যুবকের লাশ দাফনে স্থানীয়রা এগিয়ে না আসায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লামিয়া সাইফুলের আদেশক্রমে সেচ্ছাসেবী সংগঠন তাকওয়া ফাউন্ডেশনের ৬ সদস্য পারিবারিক কবরস্থানে লাশ দাফন সম্পন্ন করে।
Leave a Reply