তবুও আমি ভয় করিনা।
করোনার বিরুদ্ধে লড়ে যাবো।
কোভিড -১৯ পজিটিভে আক্রান্ত আমি ও আমার পরিবার।
লকডাউনের ১ম দিন অর্থাৎ ২৪ ফেব্রুয়ারী থেকে সাধারন মানুষকে সচেতন করছিলাম। একই সাথে অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছিলাম। দিন-রাত পরিশ্রম করে কিছু মানুষকে ঘরে রাখতে সক্ষম হয়েছিলাম এটাই ছিলো স্বার্থকতা। কিন্তু কখনো ভাবিনী আমি নিজেই পজিটিভ হয়ে যাবো। কারন কাজের ভীড়ে শুধুই চিন্তা ছিলো কিভাবে মানুষকে ঘরে রাখতে পারবো এবং একই সাথে দেশকে করোনামুক্ত করতে পারবো। কিন্তু আজ নিজেরই কোভিড পজিটিভ ধরা পড়েছে।
এর মধ্যেও মানুষের অবিরাম ভালোবাসা নিয়ে আছি মানুষের মাঝে।
যতদিন রবে এ দেহে প্রান। ততদিন লড়ে যাব ভৈরব, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষের জন্য।
সেই জানুয়ারী, ২০১৭ সালে এসেছিলাম র্যাব-১৪, ভৈরব ক্যাম্পে। সেই থেকে এ অঞ্চলের মানুষের মনের ভেতর গেঁথে গেছি। তাঁদের ভালবাসায় এ জায়গার মাটি, নিজের এলাকার মাটির মতো হয়ে গেছে।
আজ এই করোনাকালীন দূর্যোগের মধ্যেও নিজেকে স্থবির করে দেয়নি। অপরাধীদের বিরুদ্ধে ছিলো জিরো টলারেন্স। কিন্তু ভাগ্যের কি পরিহাস, গত কয়েকদিনের জ্বর, হালকা কাশি ও গা ব্যথায় কিছুটা হলেও চিন্তিত। নিজের মনকে শক্ত করে এখনো এগিয়ে যাচ্ছি।
কিছুটা সন্দেহ হলে গত ০৭ জুন টেস্ট করানোর জন্য সেম্পল দিলাম। আজ সে রেজাল্ট এসেছে “পজিটিভ “।
আমাদের পরিবারও একই সংকটের মধ্যে।
জানিনা এর শেষ কোথায়।
সকলের ভালোবাসা ও দোয়ায় যেনো সবার মাঝে ফিরে আসতে পারি এবং আমার পরিবার সুস্থ থাকতে পারে এর বেশি কিছু বলতে পারছি না।
শুধু সকলের আশীর্বাদ চাই।
Leave a Reply