জেলা প্রতিনিধিঃ গোপালগঞ্জ জেলার কাসিয়ানী উপজেলার চাপ্তা নামক স্থানে জীবিত মানুষ ফেলে গেলো জঙ্গলে।
ঘটনার বিবরণে জানা যায়, রাকিব (১৪)নামের এক কিশোরকে করোনা ভাইরাসের সংক্রমণের সন্দেহে অসুস্থ্য অবস্থায় কে বা কারা রাতের আধারে জঙ্গলে ফেলে রেখে চলে যায়।
রাকিবের পিতার নাম কাওসার শেখ, গ্রামের বাড়ি মল্লিকপুর, উপজেলা-লোহাগড়া, জেলা-নড়াইল। কে বা কাহারা রাতের আধারে কাশিয়ানী উপজেলার চাপ্তা নামক স্থানে একটি বাঁশবাগানে অসুস্থ্য অবস্থায় রাকিব কে ফেলে রাখিয়া যায় তা কেউ জানে না। স্থানীয় জনগণ সকাল বেলা বাঁশ বাগানে একটি জীবিত মানুষ দেখিয়া স্থানীয় সাংবাদিকে জানাইলে সাংবাদিক সাহেব কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)জনাব সাব্বির আহমেদ কে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাব্বির আহমেদ সঙ্গে সঙ্গে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার- পরিকল্পনা কর্মকর্তার জনবল নিয়ে এ্যাম্বুলেন্সসহ অসুস্থ্য ছেলেটিকে কাসিয়ানি চাপ্তা নামক এলাকার বাশবাগান থেকে সকাল ৮:০০ ঘটিকার সময় উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। ছেলেটি অসুস্থ্য থাকায় কে বা কারা এখানে নিয়ে এসেছে বিস্তারিত জানা যায়নি।কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাব্বির আহমেদ জানান, অসুস্থ্য রাকিব সুস্থ্য হলে কারা কিভাবে কখন এখানে রেখে গেছে তা বিস্তারিত জানা যাবে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে আপাতত তাঁর সুস্থ্যতা দরকার।
Leave a Reply