আবিদ হোসেন রাজু
মনপুরা উপজেলা প্রতিনিধি।
ভোলা থেকে বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা। মনপুরা ইউনিয়নের ১নং ওয়ার্ড চর কলাতলী। জ্বলে ভেসে উঠা এই চরে রয়েছে হাজারো মানুষের বসবাস। তবে বেরি বাঁধ না থাকায় প্রতিনিয়ত জোয়ারের পানির সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয় কলাতলীর মানুষদের।
জোয়ারের পানি উঠলে জন চলাচল বন্ধ হয় এলাকাটিতে। শঙ্কা থাকে জোয়ারের পানিতে তাদের বাড়ি ঘর এবং জিনিস পত্র ভেসে চলে যাওয়ার।
গেলো ঘুর্ণিঝড় আম্পানে ঘর বাড়ি, গবাদিপশু, পুকুরের মাছ সহ সব কিছু হাড়িয়ে অসহায় কলাতলীর মানুষ।
তবে জানা গেছে এই সমস্যায় সবচেয়ে বেশি ভোগান্তির ফল পাচ্ছে সেখানকার শিশুরা। একদিকে নেই উন্নত মানের চিকিৎসা, নেই ভালো পড়ালেখার সুযোগ। শিশুরা নিতে পারছে না তাদের শিশু জীবনের খেলাধুলার আনন্দ।
অবিভাবকরা জানায় ৪ টি প্রাথমিক বিদ্যালয় ও একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থাকলেও জোয়ারের পানি উঠে গেলে স্কুলে যেতে পারছে না ছেলে মেয়েরা। ব্যাহত হচ্ছে তাদের পড়ালেখা করার সুযোগ।
পানিতে পড়ে শিশু মৃত্যুর হার ও বেশি।
শিশুদের এরকম অবস্থায় সরকারি সহযোগিতায় বেরি বাঁধ চাই সেখানকার স্থানীয়রা।
Leave a Reply