মানুষ ধ্বংস হোক ! সে কত অকৃতজ্ঞ। তিনি তাকে
কি জিনিস থেকে সৃষ্টি করেছেন? বীর্য থেকে তিনি
তাকে সৃষ্টি করেছেন, পরে তার পরিমিত বিকাশ ঘটিয়েছেন, তার জন্য পথ সহজ করে দেন ;
তারপর তার মৃত্যু ঘটান এবং তাকে সমাধিস্থ করেন। এরপর যখন ইচ্ছা করবেন, তখন পুন-
জীর্বিত করবেন। না, সে এখনও তাঁর আদিষ্ট
কর্ম পূর্ণ করেনি। _সূরা আবাসা-৮০ (১৭-২৩)
কিন্তু যাকে তার আমলনামা বাম হাতে দেয়া হবে, সে বলবে, ‘হায়,আমাকে যদি আমলনামা না দেয়া
হত, আমি যদি আমার হিসাব না জানতাম। ‘হায়,
এই মৃত্যুই যদি আমার শেষ পরিণাম হতো।
আমার ধনসম্পদ আমার কোন কাজেই এলো না।
আমার ক্ষমতাও ধ্বংস হয়ে গেলো। বলা হবে ‘ধর
তাকে, তার গলায় বেড়ি লাগাও আর নিক্ষেপ কর
জাহান্নামে। পুনরায় তাকে শৃঙখলিত কর সত্তর গজ দীর্ঘ এক শিকলে ;
সে আল্লাহুর প্রতি বিশ্বাসী ছিল না আর অভাব- গ্রস্থকে আহার্যদানে অন্যকে সে উৎসাহিত করত
না, অতএব আজকের দিন এখানে তার কোন
বন্ধু থাকবে না।
ক্ষত থেকে বের হওয়া পুঁজ ব্যতীত অন্য কোন খাদ্য থাকবে না। যা অপরাধীরাই কেবল ভক্ষণ করবে। __সূরা হাককাহ- ৬৯ (২৫- ৩৭)