জানাল উদ্দিন স্বপন:
নিস্ব বজলুর মাথা গোজার ঠাইও নেই,দিনভর ভিক্ষা শেষে রাতে ঘুমোতেও নেই স্বস্তি।সিমেন্টের বস্তা দিয়ে ঘেরা ঘরে বৃষ্টির চিছে ঘুমানো দায়।মৃত ব্যক্তির বাড়ি পাহারা আর ভিক্ষাই বজলুর একমাত্র অবলম্বন ।সরকারের গৃহহিন দের গৃহদানের সংবাদে তার স্বপ্নীল আশা যদি এবার মিলে একটু সুখের নীড়।কিন্তু দ্বারে দ্বারে কড়া নাড়লেও সাড়া পায়নি ধাতিশ্বরের বজলু।তাই তার স্বপ্নীল জীবনে প্রণস্পন্দন ঘটােতে বিত্তবানদের কেউ এগিয়ে আসবেন কি?
Leave a Reply