অনিমেষ দাস(স্টাফ করেসপন্ডেন্ট)
করোনাভাইরাস(কোভিড-১৯)সংক্রমণে অধিক হারে ঝুঁকিপূর্ণ বিবেচনায় মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ পৌরসভাসহ অারও দুটি উপজেলার ৭টি এলাকাকে রেডজোন ঘোষণা করা হয়েছে।শনিবার রাতে জেলা প্রশাসক এসএম ফেরদৌস গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই আদেশ জারি করেন।
রেডজোনের আওতাভুক্ত এলাকাগুলো হলো- মানিকগঞ্জ পৌরসভার গঙ্গাধরপট্টি,পশ্চিম দাশড়া ও উত্তর সেওতা,সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ও ধানকোড়া ইউনিয়ন এবং সিংগাইর উপজেলার সিংগাইর পৌরসভা ও জয়মন্টপ ইউনিয়ন।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়,এই অাদেশ ১৫ জুন ২০২০ইং রাত ৮টা থেকে ৪ জুলাই ২০২০ইং পযর্ন্ত কার্যকর থাকবে।এসব এলাকার কোনো ব্যক্তি ঘরের বাইরে কিংবা বাইরের কেউ এই এলাকায় আসা যাওয়া করতে পারবেন না।বন্ধ থাকবে সকল ধরনের শপিং মল ও দোকানপাট।যে কোন ধরনের লোকসমাগম ও অাচার অনুষ্ঠান হতে বিরত থাকতে হবে।মসজিদে জামাত চালু রাখার প্রয়োজনে ইমাম মোয়াজ্জিন ও খাদেমসহ সর্বোচ্চ ৫ জন এবং জুমার নামাজে ১০ জন শরীক হতে পারবেন।সিংগাইর উপজেলার রফিক সেতু(ধল্লা ব্রীজ)দিয়ে জেলায় প্রবেশ সর্বোচ্চ সীমিত থাকবে।
Leave a Reply