সোনাগাজী ( ফেনী) প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী প্রেসক্লাব নির্বাচন সোমবার( ১৫ জুন) বিকেলে ভোরেরকাগজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ২০সদস্যের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে গাজী মোঃ হানিফ (দৈনিক লাল সবুজের দেশ), সিনিয়র সহ সভাপতি ওবায়দুল হক (তৃতীয় মাত্রা) ও সাধারন সম্পাদক পদে মোঃ ছালাহ উদ্দিন (দৈনিক খবরপত্র) নির্বাচিত হয়।
এর আগে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন, যুগ্ন সম্পাদক পদে রাসেল চৌধুরি (ফেণীর সময়) ও আবদুর রহিম (হাজারীকা), কোষাধ্যক্ষ পদে আফতাব হোসেন(প্রভাতী খবর), দপ্তর সম্পাদক- পদে নুরুল আলম(সাপ্তাহিক জনপ্রিয়), প্রচার সম্পাদক পদে আবু মুছা তুহিন (সরেজমিন) ,
নির্বাহী সদস্যপদে সৈয়দ মনির আহমদ (ভোরেরকাগজ), নান্টু লাল দাস(ডেইলি ইন্ডাস্ট্রি), ডা. শুকলাল দেবনাথ, মহি উদ্দিন খোকন (একুশে সংবাদ), শহীদুল ইসলাম (সকালের সময় ), নাছির উদ্দিন (সাপ্তাহিক নির্ভিক) শাহ শহীদুল ইসলাম (সমসাময়ীক) , গিয়াস উদ্দিন মামুন (আলোকিত সকাল) এবং আবদুল্লাহ মাসুদ (ফেনীর ডাক)।
নির্বাচন পরিচালনা করেন , সৈয়দ মনির আহমদ, মহি উদ্দিন খোকন ও ডাঃ শুকলাল দেবনাথ। নির্বাচন পর্যবেক্ষণের দায়ীত্বে ছিলেন, জেলা আওয়ামীলীগ নেতা জহিরুল আলম চেয়ারম্যান, ফেনী’ জর্জকোর্টের আইনজীবি এড হাসান মাহমুদ মামুন ও নজরুল একাডেমির সোনাগাজী শাখার সভাপতি নুরুল আমিন পলাশ, মাস্টার শিমুল মোমিন ।
Leave a Reply