রাব্বি সরকার, নরসিংদী থেকে : নরসিংদীর শিবপুরে ৭০ পিস ইয়াবাসহ রাজীব আহমেদ (২৫) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে জেলা গোয়েন্দা শাখা এসআই তাপস কান্তি রায় সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপজেলার গাবতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাজীব আহমেদ বেলাব থানার দেওয়ানের চরের মোসলেহ উদ্দীনের ছেলে।
জেলা পুলিশের মিডিয়ার সমন্বয়ক ও পরিদর্শক রূপণ কুমার সরকার পিপিএম জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা আছে।
আসামী রাজীবের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় নিয়মিত রুজু প্রক্রিয়াধীন।
Leave a Reply