মো : আব্দুর রহিম বাবলু :-
জাতীয় পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ কুমিল্লা, নাঙ্গলকোট উপজেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা করেছেন কেন্দ্রিয় কমিটি। ১৫ জুন সোমবার বিকেল ৩ টায় একটি প্রেস রিলিজের মাধ্যমে জানান সংগঠনটি।
কমিটিরঃ-আহ্বায়ক মিনহাজুল ইসলাম( মিহির),সদস্য সচিব মঈন উদ্দিন (বাপ্পি),যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন,তানভীর হোসেন,আব্দুল্লাহ আল নোমান,মাহফুজ ইসলাম,সজিব হোসেন বিজয়,মোঃ ইয়াছিন,মেহেদী হাসান অনি,সাকিব মজুমদার,জাহান পূর্ন,জুনায়েদ হাসান রাকিব,মেহেদী হাসান(ঈশান),শাহিদানুর ইসলাম (লিজা),সাখাওয়াত হোসেন,সুজন ইসলাম,শাকিল আহমেদ,ইউনুস,মোহাম্মদ শাকিল,জুনায়েদ হোসাইন,মাসুম বিল্লাহ্,নাজমুল হাসান অমি,ইমরান হোসেন,আল-ইকরাম অপু,আব্দুল্লাহ্-আল নাঈম,এম এ রাকিব, মেহেদী হাসান শাওন,মঞ্জুরুল ইসলাম সৈকত,জাবেদ ওমর,মেহেদী হাসান তুসার,শাহাদাত হোসেন,মোহন মিয়াজি,নাছির উদ্দিন সোহেল,ফারুক মিয়াজি,আব্দুল হান্নান, সুজন মোল্লা প্রমুখ।
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু বলেন, তিন মাসের জন্য কুমিল্লা, নাঙ্গলকোট উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হইলো। কার্যক্রমের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে।