আবিদ হোসেন রাজু
মনপুরা উপজেলা প্রতিনিধি।
নিজেদের প্রতিভাকে কাজে লাগিয়ে নিজেরা তো রক্ত দিচ্ছেই পাশাপাশি অন্যদের রক্তদানে আগ্রহী করে তুলতে মনপুরার এক তরুণী তৈরী করলো কবিতা।
পটুয়াখালী সরকারি মহিলা কলেজে পড়ুয়া শাকিলা ইসলাম জুলিয়া নামে ছাত্রীর এই কবিতা এখন সমালোচিত।
কবিতা
সেচ্ছায় রক্তদান
শাকিলা ইসলাম জুলিয়া।
বর্তমানে যদিও রয়েছে অল্প,
আপনার মতো মহৎ মানুষের গল্প।
আপনাদের মতো কিছু তরুন মানুষের জন্য,
আজও আমাদের সমাজটা ধন্য।
লক্ষ মানুষ পাচ্ছে বাঁচার মতো আশা!
আপনার জন্য রয়েছে আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
মাঝে মাঝে মানুষ বাঁচার জন্য পায়না একফোঁটা রক্ত।
দোয়া করি আপনার ব্লাড ডোনেশন গ্রুপ বরিশালের হয় যেন হাজারো ভক্ত।
হাজারো কলুশিত মানুষের ভিরে
এখনো আপনার মতো ভালো মানুষরাও ঘোরে।
হাজারো খারাপ মানসিকতা যেন আপনার কাছে হার মানে?
প্রত্যেকদিন হাজারো সন্তানের সুস্থ্য হওয়ার পৌঁছায় যেন তার মায়ের কানে।
প্রত্যেক মায়ের মুখে ফুটুক হাসি
পরিবার থাকুক খুশি।
আল্লাহ যেন বাঁচিয়ে দেন সবার প্রান।
আসুন সবাই করি রক্তদান,
বাঁচবে রোগী হাসবে প্রান।
আসুন সবাই সেচ্ছায় রক্তদান করি।
হাসি ফুটাই সকলের পরিবারে। এমটাই আশা মনপুরার সেচ্ছাসেবী রক্তদাতাদের।
Leave a Reply