মোহাম্মদ ইকবাল হোসাঈনঃ-
করোনায় আক্রান্ত হওয়ায় শুক্রবার সকালে সোনাগাজী উপজেলার ৪ নং মতিগঞ্জ ইউনিয়নের (ওয়ার্ড-১) পালগিরী গ্রামের আলমের নতুন বাড়ী লকডাউন করেন স্থানীয় চেয়ারম্যান রবিউজ্জামান বাবু। ওই বাড়ির মোঃ আলমগীর এর এর ছেলে করোনায় আক্রান্ত আব্দুল্লাহ আল মামুন (৩৮) এর শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে দ্রুত ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর আনুমানিক ১ঃ২০ ঘটিকার সময় তিনি মৃত্যুবরন করন( ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন )।
সোনাগাজী উপজেলার ৪ নং মতিগঞ্জ ইউনিয়নের (ওয়ার্ড-১) পালগিরী গ্রামের আলমের নতুন বাড়ীর, মোহাম্মদ আলমগীর এর ছোট ছেলে আবদুল্লাহ আল মামুন(৩৮)
সোনাগাজী উপজেলা প্রশাসনের নির্দেশে, সোনাগাজী মডেল থানার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় মৃত মামুন এর জানাজা মতিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রবিউজ্জামান বাবুর সার্বিক তত্বাবধানে ৭ম তম কবর খুডেন স্থানীয় যুব সমাজ। এবং সন্ধ্যা ৭ টায় মামুনের শেষ গোসল দিয়ে ও দাপন কাজ সম্পূর্ণ করেন সোনাগাজী উপজেলার দাপন টিম। মরহুম আবদুল্লাহ আল নোমান সোনাগাজী বাজারে মার্কেটিং অফিসার হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। মরহুমের বাবা মা স্ত্রী সহ ১ ছেলে ২ মেয়ে রেখে গেছেন।
Leave a Reply