আমিই তো মালিক পরকাল ও ইহকালের। আমি তোমাদের লেলিহান অগ্নি সম্পর্কে সাবধান করে দিয়েছি ; তাতে সে-ই প্রবেশ করবে যে নিতান্ত হতভাগ্য, যে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে নেয় ; তা থেকে দূরে রাখা হবে
পরম পরহেজগারকে। সে তার সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য এবং কারও প্রতি অনুগ্রহের প্রতিদান- প্রত্যাশায় নয়, কেবল তার মহান রবের
সন্তুষ্টি লাভের জন্য ; সে অচিরেই সন্তোষ লাভ করবে। __সূরা লাইল- ৯২ (১৩- ২১)
Leave a Reply