মোশারফ হোশেন নীলু(স্টাফ রিপোর্টার)
বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানী আমাদেরকে ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে। আজ ২০ জুন শনিবার রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কামাল লোহানী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ অনেক ব্যাক্তি ও সংগঠন শোক ও সমবেদনা জানিয়েছেন।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক ও কন্ঠযোদ্ধা, প্রবীণ সাংবাদিক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক, উদীচী শিল্পী গোষ্ঠীর সাবেক সভাপতি, ঐতিহাসিক ভাষা আন্দোলনের অকুতোভয় সৈনিক একুশে পদকে ভূষিত সর্বজন শ্রদ্ধেয় একজন আদর্শবান কলম যোদ্ধা কামাল লোহানীর মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি শহিদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, দৈনিক লাল সবুজের দেশ ও অপরাধ জগতের সম্পাদক হাজ্বী সোহেল আহাম্মেদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও নরসিংদী জেলা শাখার সভাপতি মোশারফ হোসেন নীলু, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
Leave a Reply