স্বপন খানঃ শিবপুর নরসিংদী
নরসিংদী শিবপুরের সাবেক এমপি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লার রোগমুক্তির কামনা করে। উপজেলার পুটিয়া ইউনিয়নের বাড়ৈআলগী গ্রামবাসীর পক্ষ থেকে সাংবাদিক স্বপন খানের আয়োজনে শুক্রবার (১৯ জুন) বিকাল ৩ টায় স্বপন খানের বাড়ি সংলগ্ন দোয়া মিলাত ও তোবারক বিতরণ করা হয়েছে। এতে এলাকার কয়েকটি জামে মসজিদের ইমাম দোয়ায় মোনাজাত করেন।এসময় উপস্থিত ছিলেন, তেলিয়া পৃর্বপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মানছুরুল হক,বাড়ৈ আলগী ঢেউয়াতলা জামে মসজিদের খতিব মোঃ মাওলানা রায়হান, হাফেজ নাঈমুল ইসলাম, হাফেজ, মাজহারুল ইসলাম, হাফেজ মোহসিন, পুটিয়া ইউনিয়নের ১ নং ইউপি সদস্য আব্দুল আউয়াল রতন ভুইয়া, পুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ভুইয়া রমজান, শিবপুর উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহবায়ক রাকিব ভুইয়া, সাংবাদিক স্বপন খান সহ এলাকার গন্যমান্যব্যক্তিবর্গ প্রমুখ। পরে এলাকার প্রায় ৫ শতাধিক লোকজনের মাঝে তোবারক বিতরণ করে দোয়া মিলাত সমাপ্তি হয়।
Leave a Reply