ফেনী প্রতিনিধিঃ-
‘জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই’ এই প্রতিপাদ্য নিয়ে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন এই সেমিনারের আয়োজন করে।
বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন, টিটিসির অধ্যক্ষ মো. সোহরাব হোসেন মোল্লা, পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু, ভাইস চেয়ারম্যান (মহিলা) জোবেদা নাহার মিলি, সোনাগাজী উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা, চর মজলিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হোসেন, বগাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসহাক খোকন, মতিগঞ্জ
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউজ্জামান বাবু, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন প্রমুখ।
Leave a Reply