সোনাগাজী প্রতিনিধি:
সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন’র সাথে নবনির্বাচিত সোনাগাজী প্রেসক্লাব সভাপতি গাজী মোহাম্মদ হানিফ ও সাধারণ সম্পাদক মোঃ ছালাহ্ উদ্দিন সৌজন্য সাক্ষাত করেন। ২২ই জুন সোমবার দুপুরে সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।
১৫ই জুন সোনাগাজী প্রেসক্লাবের বর্ধিত সভা ও কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে পর্যবেক্ষকদের উপস্থিতিতে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচনে সভাপতি পদে গাজী মোহাম্মদ হানিফ ও সাধারণ সম্পাদক পদে মোঃ ছালাহ্ উদ্দিন নির্বাচিত হয়।
এইসময় সোনাগাজী প্রেসক্লাবের সহসভাপতি মহিউদ্দিন খোকন, কোষাধ্যক্ষ আফতাব হোসেন মমিন ভুঞা, নির্বাহী সদস্য বাহার উল্যাহ বাহার উপস্থিত ছিলেন।পর
উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন বলেন- সোনাগাজী’র সাংবাদিকগণ ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন, এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরুন, অপ-সাংবাদিকতা পরিহার করে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করুন।
Leave a Reply