বিশেষ প্রতিনিধি :
সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকনের সাথে নবনির্বাচিত সোনাগাজী প্রেসক্লাব সভাপতি গাজী মোহাম্মদ হানিফ ও সাধারণ সম্পাদক মোঃ ছালাহ্ উদ্দিন সহ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য যে গত ১৫ই জুন স্বচ্ছ ও প্রতিদ্বন্দ্বিতা মুলক নির্বাচনের মাধ্যমে সোনাগাজী প্রেসক্লাবের নতুন কমিটি করা হয়। এতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে গাজী মোহাম্মদ হানিফ সভাপতি ও মোঃ ছালাহ্ উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
২২শে জুন বিকেলে সোনাগাজী পৌর মেয়রের কার্যালয়ে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার নাকরে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরা ও সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার অনুরোধ জানান।
এইসময় প্রেসক্লাবের সহসভাপতি কবি মহিউদ্দিন খোকন, কোষাধ্যক্ষ আফতাব হোসেন মমিন ভুঞা, নির্বাহী সদস্য বাহার উল্যাহ বাহার উপস্থিত ছিলেন।
Leave a Reply