সাধন সূত্রধর মানিকগঞ্জ প্রতিনিধি,২৩ জুন
মুজিববর্ষের আহ্বান তিনটি করে গাছ লাগান এই স্লোগান সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল খান নিখিলের আহবানে মানিকগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে নয়াকান্দি মানিকগঞ্জ সিংগাইর আঞ্চলিক মহাসড়কে বৃক্ষ রোপন করেন। এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য সুভাষ চন্দ্র সরকার, জেলা জজ কোর্টের আইনজীবী এটিএম শাহজাহান, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট দেওয়ান মতিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহা, পৌর যুবলীগের সভাপতি সানোয়ার হোসেন, জেলা যুবলীগের সদস্য সৌমিত সরকার মনা,জেলা যুবলীগের সদস্য মনিরুল ইসলাম খান মনি, জেলা যুবলীগের সদস্য সুবল সাহা, জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহম্মেদ বুলবুল, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি তাপস সাহা, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মনিরুল ইসলাম সুমন সহ যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা বলেন মাসব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।
Leave a Reply