তারা কি জানে না,তারা যা গোপন রাখে বা প্রকাশ
করে আল্লাহু তা অবশ্যই জানেন? তাদের মধ্যে কিছু উম্মি লোক আছে, যাদের মিথ্যা আশা ছাড়া
কিতাব সম্বন্ধে কোন জ্ঞান নেই, তারা শুধু অমূলক
ধারণাই করে।
তাদের ধ্বংস হোক, যারা নিজ হাতে কিতাব রচনা
করে এবং সামান্য অর্থ লাভের আশায় বলে,এটা
আল্লাহুর পক্ষ থেকে এসেছে। অতএব তাদের হাত যা রচনা করেছে তা ধ্বংস হোক এবং ধ্বংস
হোক যা তারা উপার্জন করেছে।
আর তারা বলে, কয়েকদিন ব্যতীত অগ্নি আমা-
দেরকে স্পর্শ করবে না।
হে রাসূল ! তুমি বল, তোমরা কি আল্লাহুর নিকট
থেকে ওয়াদা নিয়েছ ? যে কারণে আল্লাহু তাঁর অঙ্গীকার ভঙ্গ করবেন না, নাকি আল্লাহুর সম্বন্ধে
এমন কিছু বলছ যা তোমরা জান না?
___সূরা বাকারাহ- ২ (৭৭- ৮০)
Leave a Reply