মামলার তদন্তকারী অফিসার এস অাই রফিকের বিরোদ্বে অাম্বিয়ার ভাইদের নানা অভিযোগ
ঘটনাটি ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের চান্দের পাড়া গ্রামের।২১ জুন ২০২০ রাতে গলায় রশি থাকলেও পা দুটি মাঠিতে।এই অবস্থা মৃত্যু বরণ করেন চান্দের পাড়া গ্রামের দুই সন্তানের জননী অালফু মিয়ার স্ত্রী অাম্বিয়া খাতুন ৩৫।অাম্বিয়ার পরিবার ও তার মা ভাইদের দাবী অাম্বিয়ার ভাসুর জলফু মিয়া স্বামী পরিত্যাক্তা অাম্বিয়াকে প্রায়ই উত্যক্ত করত ও কুপ্রস্তাব দিত।জলফুর কুপ্রস্তাবে রাজি না হওয়ার কারনে অাম্বিয়াকে পরিকল্পিত ভাবে হত্যা করে পা মাঠিতে দিয়ে রশিতে লাশ ঝুলিয়ে রাখা হয়।গ্রামের ইউপি সদস্য মোঃ বারেক মিয়া বলেন, অনেক দিন অাগে অাম্বিয়ার মামা অামাকে জানিয়ে ছিল জলফু মিয়া তার ভাগিনি অাম্বিয়াকে উত্যক্তের কথা।
অাম্বিয়ার ভাই প্রতিবন্ধী মোঃ হাফিজ মিয়া জানায় নাসিরনগর থানার এস অাই রফিকুল ইসলাম অামার কাছ থেকে কোন কিছু না বলে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে অামার বোনের বিষয়ে হত্যা মামলা না করে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করে।হাফিজ বিষয়টি পরিকল্পিত হত্যা বলে দাবী করেন।
এ বিষয়ে নাসিরনগর থানার এস অাই রফিকুল ইসলামের সাথে তার মোবাইল নাম্ভারে একাদিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ কবীর হোসেন ও অফিসার ইনচার্জ ওসি মোঃ সাজেদুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে তারা বলে মেডিকেল রিপোর্টে হত্যা অাসলে নিয়মিত মামলা হবে।
Leave a Reply