ইহা দয়াময় ও পরম করুণাময় আল্লাহুর পক্ষ থেকে অবতীর্ণ !!
প্রত্যেক মানুষের কৃতকর্মকে আমি তার কণ্ঠলগ্ন করে দিয়েছি এবং কিয়ামতের দিন প্রত্যেকের সম্মুখে বের করে আনব তার আমলনামা, যা সে
পাবে উন্মুক্ত।
পাঠ কর তুমি তোমার আমলনামা। আজ তোমার
হিসাব- নিকাশের জন্য তুমিই যথেষ্ট।
যারা সৎপথে চলে তারা তো নিজেদের মঙ্গলের জন্যই সৎপথে চলে এবং যারা পথভ্রষ্ট হয় তারা তো পথভ্রষ্ট হয় নিজেদেরই ধ্বংসের জন্য। আর
কেউ কারও পাপের বোঝা বহন করবে না।
সূরা বনী ইসরাঈল- ১৭ (১৩- ১৫)
Leave a Reply