__বিসমিল্লাহির রাহমানির রাহীম।
আর যারা মসজিদ নির্মান করেছে ক্ষতি করার জন্য এবং কুফরী করার জন্য ও মুমিনদের
মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং যারা আল্লাহু
ও তাঁর রাসূলের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে-
তাদের গোপন ঘাটিস্বরূপ।
তারা অবশ্যই শপথ করবে, আমরা কল্যাণ কামনা
করেই তা (নির্মান) করেছি। আল্লাহু সাক্ষী, নিশ্চয়
তারা মিথ্যাবাদী। আপনি সেখানে কখনও দাঁড়াবেন না।
যে মসজিদের ভিত্তি প্রথম দিন থেকেই তাকওয়ার
উপর স্থাপিত হয়েছে সেটাই আপনার দাঁড়ানোর
যথাযথ স্থান। সেখানকার লোকজন পবিত্রতাকে
ভালবাসে, আর আল্লাহু পবিত্র লোকদেরকে ভালবাসেন।
_সূরা তওবাহ- ৯ (১০৭,১০৮)
Leave a Reply