রাব্বি সরকার, নরসিংদী থেকে : নরসিংদীর শিবপুরে ১ কেজি গাঁজাসহ পনির মাহমুদ (৩০) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৬ জুন) দুপুর ১২ টা ২০ মিনিটের দিকে শিবপুর থানাধীন উত্তর সাধারচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পনির মাহমুদ উত্তর সাধারচরের অলি মাহমুদের ছেলে।
পুলিশ জানায়, এসআই মোস্তাক আহম্মেদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ শিবপুর থানাধীন উত্তর সাধারচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৫ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শিবপুর মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
Leave a Reply