হে যারা ঈমান এনেছ ! তোমরা আল্লাহুকে ভয় কর, যেমন ভয় করা উচিত। আর তোমরা প্রকৃত
মুসলিম (মুসলমান) না হয়ে মৃত্যু বরণ করো না।
এবং তোমরা আল্লাহুর রজ্জুকে দৃঢ়ভাবে আকড়ে
ধর, পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না।
আর তোমাদের প্রতি আল্লাহুর দেয়া নেয়ামতের কথা স্মরণ কর। তোমরা পরস্পরে শত্রু ছিলে , তিনি তোমাদের পরস্পরের হৃদয়ে সম্প্রীতি সৃষ্টি করেছেন। তাই তোমরা এখন তাঁর অনুগ্রহে পরস্পর ভাই ভাই হয়ে গেছো। অথচ
তোমরা অগ্নিকুণ্ডের এক প্রান্তে ছিলে , আল্লাহু
তা থেকে তোমাদেরকে মুক্তি দিয়েছেন। এভাবে আল্লাহু তোমাদের জন্য স্বীর আয়াতসমূহ সুস্পষ্ট-
রূপে প্রকাশ করেন। যাতে তোমরা সৎপথ প্রাপ্ত হও।
তোমাদের মধ্যে এমন একদল থাকা উচিৎ যারা
কল্যাণের দিকে আহবান করবে, সৎকাজের নির্দেশ দিবে এবং অসৎ কাজে বাঁধা দিবে। আর
তারাই হবে সফলকাম।
সূরা ইমরান-৩ (১০২- ১০৪)
Leave a Reply