কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ফেন্সিডিলসহ খায়রুল বাসার খোকন (৩৮) ও সেতু (১৯) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার বিকেল ৬ টার দিকে র্যাব জেলার ভেড়ামারা রোডস্থ নান্নু সাহেবের মার্কেটের সামনে অভিযান চালিয়ে গ্রেফতার করে ।
র্যাব জানায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি অভিযানিক দল শনিবার বিকেল ৬ টার দিকে ‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন ত্রিমোহনী বাইপাস কুষ্টিয়া ভেড়ামারা রোডস্থ নান্নু সাহেবের মার্কেটের সামনে পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে। এসময় র্যাব অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী
জেলার দৌলতপুর উপজেলার খাশমথুরাপুর এলাকার ইয়ার আলীর ছেলে সেতু ও একই এলাকার মৃত খোদা বক্স এর ছেলে খায়রুল বাসার খোকন কে গ্রেফতার করে র্যাব। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply