মোঃ ইমাম উদ্দিন সুমন, , নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কবিরহাট থানায় ওসি’সহ ১৫জন পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন।
এ ছাড়াও কবিরহাট উপজেলায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৫জন।
আক্রান্তের মধ্যে কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান রয়েছেন।
এ নিয়ে কবিরহাট উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৫জন। অপরদিকে, কবিরহাট থানার মোট ১৬ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২৮ জুন) রাত ১১টার দিকে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিদ্যুৎ কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।
কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) ফজলুল কাদের জানান, গত ২২জুন থেকে (ওসি) সর্দি জ¦র ও কাশিতে ভুগছিলেন তিনি।
পরবর্তীতে ২৬জুন কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা দিয়ে আসেন। আজ (২৮ জুন) রিপোর্টের ফলাফলে করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি বাসায় হোম আইসোলেশনে রয়েছে।
Leave a Reply