রাজধানীর ফরাশগঞ্জ-শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে আজ সকাল ৯টা ২৫ মিনিটে আনুমানিক ৫০ জন যাত্রী নিয়ে মর্নিং বার্ড নামে একটি লঞ্চ ডুবে গেছে।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল নৌ বাহিনী বিআইডব্লিউটিএ ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান চালাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঠপট্টি থেকে আসা মর্নিং বার্ড লঞ্চটি শ্যামবাজারের কাছাকাছি আসলে ডগে থাকা ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ লঞ্চ ঘাট প্লেস এর উদ্দেশ্যে যাওয়ার সময় মর্নিং বার্ড লঞ্চ এর সাথে ধাক্কা লাগে এ সময় কমপক্ষে ৫০ জন যাত্রী নিয়ে মর্নিং বার্ড নামে ওই লঞ্চটি ডুবে যায়।
লঞ্চটি থেকে কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠলেও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে ইতোমধ্যেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল নৌ বাহিনী কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএর উদ্ধার অভিযান চলছে।
Leave a Reply