মোহাম্মদ আলাউদ্দিন, ভ্রাম্যমান প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোটে গত ২৮ জুন রবিবার দিনে দুপুরে মোটর সাইকেল যোগে তিন ব্যক্তি ব্যাংকের অফিসার পরিচয়ে বাড়িতে প্রবেশ করে উপজেলার জোড্ডা ইউনিয়নের মান্দ্রা গ্রামের আলী মিয়ার মেয়ে রাবেয়া আক্তার (২০) নামে এক তরুণীকে গণধর্ষণের পর নির্মম ভাবে হত্যা করে।
এমন নির্মম জঘন্য হত্যাকান্ডের প্রতিবাদে এবং ধর্ষকদের শাস্তি ও দ্রুত গ্রেফতারের দাবিতে মঙ্গলবার বেলা দুপুরে নাঙ্গলকোট পৌর সদরের নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজে গেইটে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্দন কর্মসূচি পালন করা হয়। এসময় প্রতিবাদী স্লোগান সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে উপজেলার সর্বস্তরের মানুষ প্রতিবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট পৌর সভার সাবেক মেয়র মনিরুজ্জামান খাঁন। দোষীদের শাস্তি ও গ্রেফতার চেয়ে বক্তব্য রাখেন নাঙ্গলকোট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন দুলাল, সাংবাদিক কেফায়েত উল্লাহ্ মিয়াজী, নাঙ্গলকোট সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল হোসাইন রাজু, সহমর্মিতা ফাউন্ডেশন নাঙ্গলকোট শাখার সভাপতি শাহজাহান আজাদ সাজু, ছাত্রনেতা সেলিম জাহাঙ্গীর মন্টু, আব্দুল মুমিন, কামরুজ্জামান, ওমর ফারুক, আলী হোসাইন টিপু, শাহাজান আজাদ, সাইফুল ইসলাম হিরু, শরিফ উদ্দিন ভূঁইয়া।
এসময় বক্তরা নাঙ্গলকোটে এমন হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান, এবং আগামীকাল বুধবার উপজেলা নির্বাহী বরাবর স্বারক লিপি দেওয়ার ঘোষণা দেন। আন্দোলনকারীদের সমন্বয়ক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওমর ফারক। এছাড়াও মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, শিক্ষার্থী ও নাঙ্গলকোট বাজারের ব্যবসায়ীগণ অংশ নেন।
Leave a Reply