যারা আমার আয়াতকে অস্বীকার করে, তাদেরকে
আগুনে দগ্ধ করবই। যখনই তাদের চামড়াগুলো জ্বলে পুড়ে যাবে,তখনই আমি তার চামড়া পালটে
নতুন চামড়া দেব। যাতে তারা পূর্ণ আযাব ভোগ করতে পারে। নিশ্চয় আল্লাহু মহাশক্তিশালী, প্রজ্ঞাময়।
আর যারা ঈমান আনে ও সৎকাজ করে, তাদের-
কে আমি অচিরেই এমন জান্নাতে দাখিল করাব, যার পাদদেশে নদী প্রবাহিত হয়। সেখানে তারা চিরকাল থাকবে। আর সেখানে তাদের জন্য সুশীলা ও সুন্দরী তরুণীরা থাকবে এবং তাদের-
কে ঘন সন্নিবিষ্ট ছায়া বীথিতে প্রবেশ করাব।
আল্লাহু তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে, তোমরা আমানতসমূহ তার প্রাপকের কাছে পৌঁছে দেবে। তোমরা মানুষের মধ্যে বিচার মিমাংসা করতে গেলে তাদের মধ্যে ন্যায়পরায়ণতার সাথে বিচার-
মিমাংসা করবে।
আল্লাহু তোমাদের যে উপদেশ দেন তা কতই না উত্তম ! নিশ্চয় আল্লাহু সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা ।
__সূরা নিসা- ৪ (৫৬- ৫৮)
Leave a Reply