স্মরণ করুন, যখন কা’বা গৃহকে মানব জাতির মিলন কেন্দ্র ও নিরাপত্তাস্থল করেছিলাম এবং বলেছিলাম, তোমরা ইব্রাহীমের দাড়ানোর স্থানকে
সালাতের স্থান হিসেবে নির্ধারণ কর।
আর ইব্রাহীম ও ইসমাঈলকে তাওয়াফকারী, ইতেকাফকারী, রুকু ও সেজদাকারীদের জন্য আমার গৃহকে পবিত্র রাখতে নির্দেশ দিয়েছিলাম। _২ (১২৫)
তোমরা একান্তভাবে আল্লাহুর জন্য হজ্জও ওমরা
পূর্ণ কর। কিন্তু তোমরা যদি বাধাপ্রাপ্ত হও তবে সহজলভ্য কুরবানী কর।আর যে পর্যন্ত কুরবানীর
পশু যথাস্থানে না পৌঁছে তোমরা তোমাদের মস্তক
মুন্ডন করো না। তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে
কিংবা মাথায় কোন যন্ত্রণা হলে এর ক্ষতিপূরণ দিবে সিয়াম, সাদকা অথবা কুরবানী দ্বারা।
যখন তোমরা নিরাপদ হবে তখন তোমাদের মধ্যে
যে ব্যক্তি হজ্জ ও ওমরা একসাথে করে লাভবান
হতে চায় সে সহজলভ্য কুরবানী করবে। কিন্তু যদি কেউ তা করতে না পারে,
তবে তাকে হজ্জের সময় তিন দিন এবং গৃহ প্রত্যাবর্তনের পর সাত দিন- এই পূর্ণ দশ দিন সিয়াম পালন করতে হবে। এটা তাদের জন্য
যার পরিজনবর্গ মসজিদে হারামের বাসিন্দা নয়। আল্লাহুকে ভয় কর, আর জেনে রাখ, নিশ্চয় আল্লাহু শাস্তি দানে অত্যন্ত কঠোর।
___সূরা বাকারাহ-২ (১৯৬)
Leave a Reply