1. admin@lalsabujerdesh.com : ডেস্ক :
  2. lalsabujerdeshbd@gmail.com : Sohel Ahmed : Sohel Ahmed
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে তথ্য সংগ্রহকালে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক শফিকুল ইসলাম নওগাঁয় র‍্যাবের হেফাজতে  সুলতানা জেসমিন নামে এক ভূমি অফিস সহকারীর  মৃত্যু নর্থ- সাইপ্রাস বাংলাদেশ কমিউনিটির “মহান স্বাধীনতা দিবস উদ্যাপন ২০২৩ “ বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণটি ছিল বাঙালির মুক্তি ও স্বাধিকার অর্জনের মূলমন্ত্র: ড.কলিমউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে অভিযান শিক্ষা কর্মসূচির উদ্দ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান । রংপুরের গঙ্গাচড়ায় চিরকুট লিখে কিশোরীর আত্মহত্যা ভৈরব থেকে ৩৮ কেজি মাদকদ্রব্য গাঁজা পাচারকালে ০১ মাদক কারবারীকে আটক টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এর বিদায়: নবাগত অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ মহিউদ্দিন আহমদ কে বরণ। দেশ ও প্রবাসের সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম ফসলি জমি দখল করে মাটি বিক্রি, থানায় অভিযোগ

নোয়াখালী সুবর্ণচরে অবহেলিত ২ কিলোমিটার সড়ক সংস্কার করে দিলো ছাত্রলীগ কর্মিরা।

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ১০০ বার

মো: ইমাম উদ্দিন সুমন:নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সুবর্ণচরে দির্ঘদিন ধরে অবহেলিত সড়কের ২ কিলোমিটার সংস্কার কাজ করলো ছাত্রলীগ নেতা কর্মিরা।

স্থানীয়রা জানান, ১নং চর জব্বর ইউনিয়ন ৫নং ওয়াডের্র পরিস্কার বাজার থেকে পাংখার বাজার সড়ক ও হারিছ চৌধুরী বাজার থেকে পরিস্কার বাজার’এর মূল সড়কেরদীর্ঘ প্রায় চার কিলোমিটার রাস্তা দির্ঘদিন অবহেলিত পড়ে থাকায়, রাস্তরটির বড় বড় খানাখন্দে প্রায় ছোট বড় দূর্ঘটনার শিকার হন জনসাধারণ । বর্ষায় এই দূর্ভোগ আরো চরম আকার ধারন করে।

সড়কটির সংস্কার কাজ না হওয়ায় ভোগান্তিরর শেষ নেই পথচারীসহ ছোট বড় গণপরিবহনের। বিষয়টিকে আমলে নিয়ে সুবর্ণচর উপজেলা ছাত্রলীগ নেতা অলি উদ্দিনের উদ্যোগে সড়কটির সংস্কার কাজ শুরু করেন তার এমন মহৎ কাজে এগিয়ে আসেন স্থানীয় সাবেক মেম্বার হাজী নুর ইসলাম মানিক ও চরজব্বার ইউনিয়ন আওয়ামী মটর চালকলীগের সাধারন সম্পাদক আবু বক্কর ছিদ্দিক । তারা সংস্কারের জন্য কয়েক গাড়ী ইটের কনার ব্যাবস্থা করে দেন। গতকাল সড়কটির ২ কিলোমিটার সংস্কার কাজ শেষ হয়। তাদের এমন কাজে খুশি এলাকাবাসী।

অলি উদ্দিন বলেন, আমাদের সমাজ আমাদেরকেই গড়তে হবে, সরকারের পাশাপাশি আমাদেরও কিছু দায়ীত্ব রয়েছে , আমরা এই কাজটি করতে পেরে ভালো লাগছে, অনেকেই আমাদের স্বাগত জানাচ্ছে। মানুষের ভালোবাসার চেয়ে পৃথিবীতে দামী কিছু নেই। আমরা ছাত্র অতসামর্থ্য নেই, তাই যতদূর সম্ভব হয়েছে চেষ্টা করেছি, ভবিষ্যতেও করে যাবো।

চালকলীগ নেতা,“আবু বক্কর ছিদ্দিক বলেন, আমি সত্যই আনন্দিত কয়েকজন যুবক এমন একটি কঠিন কাজ সম্পন্ন করেছে। তাদের সাথে শরিক হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি, সমাজের যুবকরা যদি এমন উদ্যোগ গ্রহন করে দেশে আরো বহুদূর এগিয়ে যাবে”।

অলি উদ্দিনের সাথে সড়কটির সংস্কার কাজে অংশ নেন ছাত্রলীগ কর্মি সহেল আহাম্মদ,মোঃ হাছান, জোবায়েরর, তারেক,স্বপন, আরিফ, সাফায়েত উল্যাহ, ফরহাদ, জাবেদ, ফজলুল হক রাব্বি সহ স্থানীয় যুবকরা ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..