1. admin@lalsabujerdesh.com : ডেস্ক :
  2. lalsabujerdeshbd@gmail.com : Sohel Ahmed : Sohel Ahmed
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মোঃ জিল্লুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী ভৈরব প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকসহ ৫ জন নামধারী সাংবাদিক ও ২৪ জন অসাংবাদিক সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা। নিহত সেনা সদস্য নাজিম উদ্দিনের দাফন সম্পন্ন রংপুরের গঙ্গাচড়ায় চার বছরের কণ্যা শিশুকে ধর্ষণের অভিযোগে (৫৫) বছরের বৃদ্ধা আটক সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের নবীন বরণ অনুষ্ঠিত মৃত্যুর মুখে দাঁড়িয়েও বীর শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেননি বঙ্গবন্ধু : ড.কলিমউল্লাহ খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি, ১ মার্চ মাস থেকেই কার্যকর আজ বিশ্বনাথে ছাত্রলীগের নতুন নেতৃত্বের কর্মসূচী কবি এস.পি.সেবু ভৈরবের একজন প্রথিতযশা সাংবাদিক আব্দুল হালিম ইস্পাহানীয়ানস্’৮৫ মিলন মেলা পালিত।

প্রবাসী ফ্রেন্ডস ফোরাম সংগঠনের যাত্রা শুরুর আগেই অসহায় রোগিকে আর্থিক সহায়তা।

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ১৭৮ বার

ফারজানা আক্তার
কুলিয়ারচর(কিশোরগঞ্জ)
প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত” প্রবাসী ফ্রেন্ডস ফোরাম সংগঠন”এর যাত্রা শুরুর আগেই এক অসহায় গরিব মহিলার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

২ জুন(বৃহস্পতিবার)বিকাল ৪ ঘটিকার সময় বাজিতপুর জহিরুল ইসলাম মেডিক্যাল হাসপাতালে প্রবাসী ফ্রেন্ডস ফোরাম সংগঠনের পক্ষ থেকে উপজেলার বড়খারচর গ্রামের মৃত শহিদুল্লাহর অসুস্থ স্ত্রী জাহানারা বেগম(৪৫) এর হাতে চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা তুলে দেন নাজির দিঘীর ইতালি ফেরত এম.এইচ রুবেল এবং সালুয়ার ইতালি ফেরত আদনান সানি রাজিব।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জাহানারা বেগমের ছেলে আক্রাম হোসেন(১৮),জাহানারা বেগমের ভাগ্নে অপু এবং সাংবাদিক নাঈমুজ্জামান নাঈম।
জানা যায়,জাহানারা বেগমের স্বামী মারা যায় প্রায় আট বছর আগে।বর্তমানে ভীটেহীন। দুই ছেলে ও তিন মেয়ে নিয়ে কোনো রকম দিন কাটছিল।প্রায় পনের দিন আগে জাহানারা বেগমের পায়ে ছোট্ট একটা আঘাত পায়।জাহানারা বগম আগে থেকেই উচ্চমাত্রার ডায়বেটিসের রোগি ছিলেন।কিন্তু টাকার অভাবে চিকিৎসা করতে পারছিলেন না।ডায়বেটিসের মাত্রা বেশি থাকায় ছোট্ট আঘাতটি ক্রমেই বড় হতে থাকে।দু চারদিন পর পায়ের তিনটা আঙ্গুলে পচন ধরে।জহিরুল ইসলাম মেডিক্যাল হাসপাতালে নেওয়ার পর তিনটা আঙ্গুলই কেটে ফেলে দেওয়া হয়।কিন্তু ডায়বেটিস কন্ট্রোলে না আসার কারনে পচন ক্রমশ বাড়তেই থাকে।আরো দুদিন পর ডাক্তারগন জানান এই রোগির হাটু পর্যন্ত পা কেটে ফেলে দিতে হবে।এই সংবাদ পেয়ে জাহানারা বেগমের ছেলে মেয়েরা টাকার অভাবে যখন হতাশ হয়ে পরেছিল, ঠিক সেই সময় তাদের দিকে মানবতার হাত বাড়িয়ে দিল প্রবাসী ফ্রেন্ডস ফোরাম সংগঠন।
এ ব্যাপারে প্রাবাসী ফ্রেন্ডস ফেরামের সভাপতি মোঃকামাল উদ্দিন, সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মেনু ও সাংগঠনিক সম্পাদক আল ইমরান সিদ্দিকীর সাথে যোগাযোগ করা হলে তারা বলেন এখনো আমাদের সংগঠনের কার্যযক্র শুরু হয় নি।এরই মধ্যে এই অসহায় বোনের এত বড় সমস্যার কথা শুনে আমরা এটুকু সহযোগিতা করার চেষ্টা করেছি। সংগঠনের কার্যক্রম শুরু হলে হয়তো আরো কিছু সহযোগিতা করতে পারব ইনশাল্লাহ।
এদিকে জাহানারা বেগমের ছেলে মেয়েরা টাকা পেয়ে অনেকটা আশ্বাস পেল যে টাকা জন্য মায়ের চিকিৎসা বন্ধ করতে হবেনা।প্রবাসী ফ্রেন্ডস ফোরামের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে তারা জানান এ সংগঠন আরো উন্নত হোক, সংগঠনের সকল সদস্যদের মঙ্গল হোক।
এ বিষয়ে অসুুস্থ জাহানারা বেগমের ছেলে মেয়েরা বলেন,প্রবাসী ফ্রেন্ডস ফোরামের দেওয়া টাকা আমাদের অনেক বড় সহযোগিতা করেছে।বাকিটা আমরা অন্যভাবে কানেকশান করতেছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..