ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন বুদন্তি বাসষ্ট্যান্ড এলাকা থেকে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা ৩০ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম আব্দুল খালেক (৩৫)। আটককৃত খালেক হবিগঞ্জ সদর থানার তেতৈয়া এলাকার আব্দুর রব মিয়ার ছেলে বলে জানা যায়।
র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত হবিগঞ্জ হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পিকআপ ভ্যানে করে দিনাজপুর’সহ আশেপাশের জেলা গুলোতে পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আরো জানা যায় যে, কতিপয় মাদক ব্যবসায়ী হবিগঞ্জ হতে ঢাকা মেট্রো-ঠ-১৪-০৫১৭ পিকআপ ভ্যানে করে মাদকদ্রব্যের একটি বড় চালান দিনাজপুরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এরই প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার উপ-পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল আজ ৩ জুলাই দুপুর অনুমান ১২.৪০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন বুদন্তি বাসষ্ট্যান্ড এর সামনে ঢাকা সিলেট মহাসড়কের ঢাকা গামী লেনের উপর তাৎক্ষণিক তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ী তল্লাশী করতে থাকেন। তল্লাশী কালে পূর্বে সংবাদ প্রাপ্ত পিকআপ ভ্যানটি দুপুর অনুমান ১.৫০ ঘটিকায় তল্লাশী চৌকির নিকট আসলে থামানোর সংকেত দিলে পিকআপ ভ্যানটি থামালে গাড়িটি তল্লাশী করে অভিনব পদ্ধতিতে গাড়ীর বডির ভিতরে লুকিয়ে রাখা ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পাচারের অপরাধে পিকআপট ভ্যানটি জব্দ করা হয়। জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ১৪,০০০০০/- টাকা। ধৃত আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
Leave a Reply