মোঃ শাহাদাত হোসেন, নাঙ্গলকোট প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউপির মন্তলী ব্রিজের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ ৪ জুলাই শনিবার ভোরে থানা পুলিশ লাশটি উদ্ধার করেন । নিহত যুবক পাশের শ্রীরামপুর গ্রামের মৃত মনতু মিয়ার ছেলে মহসিন। সেই তিন ছেলে এক মেয়ের বাবা।
নিহতের স্ত্রী সামছুন নাহার বলেন, শুক্রবার বিকালে তার স্বামি মহসিন বাড়ী থেকে বের হয়। রাতে বাড়ীতে আর ফিরে আসেনি। সকালে খুনের খবর জান্তে পারি।
নিহতের বড় ভাই এয়াছিন বলেন- সকালে বিভিন্ন লোক জনের কাছে শুনি একটি লাশ মন্তলী ব্রিজের পাশে আবুল কালামের জমিতে পড়ে আসে। তখন দেখি ওই ব্যাক্তির লাশ মহসিনের।
লাশের শরীলের বিভিন্ন অংশে অস্রের আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন, নাঙ্গলকোট-চৌদ্দগ্রাম এ এসপি সার্কেল মো: সাইফুল ইসলাম সাইফ,নাঙ্গলকোট থানার ওসি মো: বখতিয়ার উদ্দিন চৌধুরী প্রমূখ।
Leave a Reply