মোঃ শাহাদাত হোসেন
নাঙ্গলকোট প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউপির ভোলাইন বাজারে দুই গ্রুপের পাল্টা পাল্টি হামলায় ৫ টি দোকান ঘর ভাংচুর ও পাঁচটি বসতঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে দফায় দফায় হামলায় উভয় গ্রুপের কয়েকটি বসতঘর ভাংচুর করা হয়। আহতদেরকে নাঙ্গলকোট ও ঢাকা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। স্থানীয়রা জানান, আদ্রা উত্তর ইউপির নতুন বাড়ীর নাছির উদ্দিন রতন ও স্থানীয় মেম্বার বাবুল মিয়ার সাথে আধিপত্য নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। কয়েক মাস পর পর তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
রতনের বাবা অজি উল্লাহ মিয়াজি অভিযোগ করে বলেন, বাবুল মেম্বার গংদের হামলায় তার মুদি দোকান, বসতঘর,ভাংচুর ও লুটপাট হয়েছে। এতে তার ১০ সমর্থক গুলিবিদ্ধ হয়।
অপরদিকে বাবুল মেম্বার বলেন- রতন গংদের হামলায় রাসেল ওরফে দিপ্তীর একটি বসতঘর ভাংচুর ও লুটপাট হয়েছে। এছাড়া ও তারা আরও কয়েকটি দোকান ভাংচুর ও লুটপাট করে। রতন গংরা গুলি চালিয়ে পুরো এলাকায় তান্ডব চালায়।
বক্সপপ ১ ভোলাইন বাজার মৎস্য ব্যবসায়ী অহিদুর রহমান।
বক্সপপ ২ – প্রত্যেক্ষদর্শী ভোলাইন গ্রামের রোবেল হোসেন।
বক্সপপ ৩ – আদ্রা উত্তর ইউপির চেয়ারম্যান মো: তাজুল ইসলাম।
Leave a Reply